ঈদের শুভেচ্ছা বার্তা ২০২২ – ঈদ মোবারক স্ট্যাটাস, মেসেজ ও পিকচার – Eid Greetings

সবাইকে জানাই পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ, বছর ঘুরে ঘুরে আমাদের মাঝে হাজির হয় ঈদ। তাই বর্তমানে সবাই ঈদের শুভেচ্ছা মেসেজ ও পিকচার লিখে সার্চ করছে। আজকে আমরা শেয়ার করবো ঈদের শুভেচ্ছা বার্তা ২০২২ – ঈদ মোবারক স্ট্যাটাস, মেসেজ ও পিকচার – Eid Greetings. Best 40+ Bangla Eid Mubarak SMS/Messages Collection, Romantic Love Eid Greeting SMS.
ঈদের শুভেচ্ছা বার্তা
০১। আসছে ঈদ লাগছে ভালো, তাইতো আমায় বলতে হলো।
ঈদ মানে আকাশ ভরা আলো, ঈদ মানে সবাই থাকবে ভালো।
ঈদ মুবারক
০২। দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ। সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল।
ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।
০৩। ঈদ মানে খুসি, ঈদ মানে আনন্দ,
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব।
ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,
ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময়।
@ ঈদ মোবারাক @
০৪। হাঁসের ডিম মুরগির ডিম, দেখা হবে ঈদের দিন।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদের দাওয়াত না দিলে মারবো একটা ঘুষি!
ঈদ মোবারক
০৫। রঙ লেগেছে মনে, মধুর এই ক্ষনে, তোমায় আমি রাঙিয়ে দিবো ঈদের এই দিনে।
ঈদ মোবারাক

০৬। চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়।
কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়।
মনের গহীন থেকে মিষ্টি এসএমএস দিয়ে জানাই
সবাই কে অগ্রিম ঈদের শুভেচছ =ঈদ মোবারক=
০৭। পবিত্র এই ঈদের দিনে এসেছি তুমি শুভক্ষণে।
মিষ্টি মুখ করে যাও
ঈদুল ফিতরের শুভেচ্ছা নিয়ে যাও।
ঈদের শুভেচ্ছা বন্ধু।
০৮। রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে। খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে সাজবে সবাই নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক। ঈদ মোবারক
০৯। শুভ রজনী, শুভ দিন, রাত পোহালেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন, ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
🌙ঈদ মোবারক🌙

১০। ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে।
খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাঁদায়।
আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচ্ছা জানায়।
“ঈদ মোবারক”
১১। আকাশে উঠেছে নতুন চাঁদ, দিলাম তোমায় ইদের দাওয়াত।
দাওয়াত দিলাম আসবে বলে, না আসলে আনবো ধরে।
তাতেও যদি আসতে না চাও, এসএমএস দিয়ে ঈদ মোবারাক জানাও।
১২। হাম্বা মোবারক
ঈদের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার জীবন ভরে উঠুক
খুশি ও আনন্দে।
১৩। ঈদের শুভেচ্ছা জানাই রাশি রাশি, কোরবানি দিব গরু আর খাসি।
ভুলে যাও পুরনো আঘাতহানি, কবুল করো আমার দাওয়াত খানি।
ঈদ মোবারক

১৪। ঈদ মানে খুশী, গরুর গলায় রশী, শীতের শর্দি কাসি।
আবার হুজুরের মুখে হাসি, তবুও ঈদ ভালোবাসি।
তাই সবাইকে ঈদ মোবারক জানিয়ে।
এবার আমি আসি!
১৫। নীল আকাশে ঈদের চাঁদ, ঈদের আগে চাঁদনী রাত।
ঈদ হলো খুশীর দিন, দাওয়াত রইলো ঈদের দিন।
ভালো থেকো সীমাহীন, ঈদের দিনটা তোমার হোক রঙিন।
😪ঈদ মোবারক😪
১৬। পড়েছে আজ চাঁদের নজর, তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ, সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
__ঈদ মোবারক__
১৭। লাল শাড়ি পরে, হাতে চুড়ি দিয়ে..
ঘুরবে যখন রিক্সায়, পাশে কিন্তুু নিও আমায়..!!
❤️🔥 ঈদ মোবারক ❤️🔥
১৮। ঈদ আনে বস্তা ভর্তি খুশি, তাই তুমি খেয়ো পেট ভরে পোলাও আর খাশি। ঈদ মোবারক

১৯। আজকে খুশীর বাদ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে।
শাওয়াল মাসের চাঁদ দিয়েছে উঁকি,
সবার ঘরে আজ এল খুশির ঈদ।
২০। শুভ রাত, শুভ দিন রাত পেরোলেই ঈদের দিন।
দাওয়াত দিলাম তোমাকে অগ্রিম
অবশ্যই আসবে কিন্তু ঈদের দিন।
😘 ঈদ মোবারক 😘
২১। ঈদের দিনে আসবে বন্ধু আমার ছোট্ট ঘরে।
সম্বল যা আছে আমার, দেব আদর করে।
ঈদ মোবারক
২২। বন্ধু তুমি অনেক দূরে,
তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারক”
২৩। দূরের মানুষ আসুক কাছে,
কাছের জন থাকুক পাশে,
মন ছুটে যাক তোমার টানে,
নয়া চাদের আগমনে,
কাটুক খুশি সবার মনে।
ঈদ মোবারক

২৪। ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে, খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাদায়।
আর আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচছা জানায়।
“ঈদ মোবারাক”
২৫। ঈদ মানে হাসি, ঈদ মানে আশা।
ঈদে জানাই তোমার প্রতি আমার ভালোবাসা।
ঈদ মানেই নীল আকাশে মিষ্টি চাঁদের হাসি।
ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি।
২৬। বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে আমার সকল বন্ধুদের জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। 🌝 ঈদ মোবারক 🌝
২৭। সর্বদা থেকো হাসিখুশি, ভুলে যাও খারাপ স্মৃতি,
চতুর্দিকে ছড়িয়ে দাও খুশির গান,
এই আশা নিয়েই জানাই তোমায় ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক 🌙
২৮। এই ঈদ নবরূপ রাঙিয়ে দিকতোমার প্রতিটি মুহূর্ত,
সুন্দর সমৃদ্ধ হোক, আগামীর দিনগুলো।
ঈদ মোবারক!
২৯। আনন্দের এই সময় গুলো কাটুক থেমে থেমে। বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে।
ঈদ মোবারক

৩০। এই এসএমএস যার কাছে যাবি, যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি।
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি।
আর মিষ্টি করে বলবি 😊 ঈদ মোবারক
৩১। ইলিশ মাছের ৩০ কাটা বোয়াল মাছের দাড়ি,
ঈদের দিনে বন্ধু তুমি এস আমার বাড়ি।
ঈদ মুবারক
৩২। নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদি নিও।
সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে।
ঈদ মোবারাক বলো প্রান খুলে।
৩৩। ঈদ এসেছে চাদ উঠেছে নিয়ে রহমতের ঢেউ, সেই খুশির পরশ থেকে বাদ যাবে না কেউ।

৩৪। কাল ঈদ-উল-আজহা
সাজবে তুমি মেহেদি দিয়ে
রাঙ্গাবে তোমার হাত
এই খুশির সময়টুকু
কাটুক তোমার ১২মাস।
ঈদ মোবারাক
৩৫। দিন গেল বেস,
ঈদ হল শেষ গরু চলে গেল,
গোস্ত রান্না হল,
সারাদিন ছিলাম ব্যস্ত,
এখন আমি আয়েশি,
এড্রেস দাও তাড়াতাড়ি,
কালকে যাব তোমার বাড়ি।
৩৬। নতুন সকাল নতুন দিন, শুভ হোক ঈদের দিন। নতুন রাত বাকা চাঁদ, রঙ্গীন হোক ঈদের রাত।
৩৭। ঈদ এলো, বৃষ্টি এলো,
খুশীর দ্বার মুক্ত হলো,
ঈদের এখন নতুন রূপ,
বৃষ্টি হলো অপরুপ,
তুমি আমার আপনজন,
তাই তোমায় জানাই নিমন্ত্রন।
ঈদ মোবারাক

৩৮। হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম, আর মাত্র কয়েক দিন।
আসছে সবার খুশির দিন!
নতুন জামা কিনে নিন, সময় নেই বেশি দিন।
দাওয়াত রইল অগ্রিম,
আসবেন কিন্তু ঈদের দিন,
অপেক্ষায় থাকবো সারাদিন।
৩৯। আমার হ্রদয়ের অন্তস্থল থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা
_ঈদ মোবারক_
৪০। ঈদ যেন ঠিক আনন্দটাকে বয়ে আনা বোরাক,
খুশিই যেন ঈদের জন্য রহমতের এক খোরাক।
৪১। সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ আর সমৃদ্ধি।
খুশির এই দিনে সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারাক

৪২। নতুন আলো নতুন ভোর,
আসলো আনন্দের প্রহর।
পুরনো সব স্মৃতি করে ফেল ইতি,
তোমাকে জানাই ঈদের প্রীতি।
ঈদের শুভেচ্ছা 🌙
আরো পড়ুনঃ
Bangla Eid Mubarak SMS, Eid Greetings SMS Bangla, Romantic and Love Eid Greeting Messages, ঈদের শুভেচ্ছা বার্তা, Eid Mubarok Shayari in Bengali, বাংলা ঈদের এসএমএস, ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস, মেসেজ ও পিকচার, Bangla Eid Greetings Facebook status, ঈদের শুভেচ্ছা।