Lyrics

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু বাংলা লিরিক্স – Keno Piriti Baraila Lyrics

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বিখ্যাত গান কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি, কেমনে রাখিবো তোর মন আমার আপন ঘরে বান্ধি রে বন্ধু লিরিক্স – Keno Piriti Baraila Re Bondhu Lyrics.


কেমনে রাখিবো তোর মন…
কেমনে রাখিবো তোর মন আমার আপন ঘরে বাধিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি
কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি

কেমনে রাখিবো তোর মন…
কেমনে রাখিবো তোর মন আমার আপন ঘরে বাধিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি

পাড়া-পড়শী বাদী আমার, বাদী কাল ননদী
পাড়া-পড়শী বাদী আমার, বাদী কাল ননদী
মরম জ্বালা সইতে না’রি…
মরম জ্বালা সইতে না’রি, দিবা-নিশি কাঁদিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি

বাউল আব্দুল করিম বলে
হলো এ কী ব্যাধি
তুমি বিনে এ ভুবনে, কে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি।

আরো পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses User Verification plugin to reduce spam. See how your comment data is processed.
Back to top button