QuotesSpecial

প্রেমিক প্রেমিকা নিয়ে কিছু মজার কৌতুক – Boyfriend Girlfriend Bangla Jokes

আজকে আমি প্রেমিক প্রেমিকা নিয়ে কিছু হাসির ও মজার সেরা কৌতুক শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে। Boyfriend Girlfriend Bangla Funny Jokes.

প্রেমিক প্রেমিকা নিয়ে কিছু মজার কৌতুক

কোনো পার্থক্য নাই
প্রেমিকাঃ জান তুমি সাঁতার কাটতে পারো?
প্রেমিকঃ না, পারি না।
প্রেমিকাঃ ছি ছি ছি, একটা কুকুরও তো সাঁতার পারে!
প্রেমিকঃ জান তুমি সাঁতার পারো?
প্রেমিকাঃ হ্যাঁ পারি।
প্রেমিকঃ তাহলে তোমার আর কুকুরের মধ্যে তো কোনো পার্থক্য নাই।


প্রেমিক তার প্রেমিকাকে রাতে রোমান্টিক মেসেজ পাঠাচ্ছে
প্রেমিকঃ ঘুমিয়ে আছো তো স্বপ্ন পাঠাও, জেগে আছো তো ভাবনা পাঠাও,
– যদি কাঁদছো তো চোখের জল পাঠাও।
প্রেমিকাঃ বাথরুমে আছি। এখন কি পাঠাবো?


Low Battery
মেয়ে: আমার মোবাইলটা বেশিরভাগ সময় আম্মুর হাতে থাকে।
ছেলে: তাহলেতো বিপদ যদি ধরা পরে যাই?
মেয়ে: চিন্তা করনা আমি তো নাম low battery নামে সেভ করে রাখছি, তুমি কল করলেই আম্মু আমার কাছে ফোন চার্জ দিতে বলে।


গভীর রাত! বল্টু আর বল্টুর গার্লফ্রেন্ড
একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে, হঠাৎ বল্টু আকাশের দিকে তাকিয়ে গার্লফ্রেন্ডকে বলল…
বল্টু: ওই তারাটা কে জানো?
গার্লফ্রেন্ড: কে?
বল্টু: ওইটা হইলা তুমি।
এই শুনে গার্লফ্রেন্ড বল্টুর গালে একটা কষিয়ে চড় দিল।
বল্টু: তুমি আমারে মারলা?
গার্লফ্রেন্ড: অতো উচার থেকে পইরা গেলে মইরা যামু না!


মেয়েকে জড়িয়ে ধরল
এক ম্যানেজমেন্টের ছাত্র এক মেয়েকে জড়িয়ে ধরল। মেয়েটি অবাক হয়ে বললঃ-
মেয়েঃ এটা কী হল?
ছেলেঃ ডাইরেক্ট মার্কেটিং জান।
মেয়ে ঠাস করে ছেলের গালে এক চড় বসিয়ে দিলো-
ছেলেঃ এটা কী হল?
মেয়েঃ কাস্টমার ফিডব্যাক!


প্রেমিক প্রেমিকার কথা
প্রেমিকঃ আমি বোধ হয় তোমাকে বিয়ে করতে পারব না।
প্রেমিকাঃ কেন?
প্রেমিকঃ আমার বাসায় ব্যাপারটা মেনে নেবে না।
প্রেমিকাঃ কে কে আছে তোমার বাসায়?
প্রেমিকঃ আমার স্ত্রী আর দুই সন্তান।


ভালবাসার ওজন ৮০ কেজি
প্রেমিকঃ বল তো,ভালবাসার ওজন কত?
প্রেমিকাঃ কত?
প্রেমিকঃ ৮০ কেজি।
প্রেমিকাঃ কিভাবে?
প্রেমিকঃ আরে, ভালবাসতে ত তো ‘দুই মন’ লাগে!
প্রেমিকাঃ অহ অ!!!!!!


তোমর বয়স ৪০ বছর
প্রেমিকাঃ আজকে আমাকে কেমন লাগছে?
প্রেমিকঃ থ্রি পিচ দেখে মনে হচ্ছে তোমার বয়স ১৬।
প্রেমিকাঃ ধন্যবাদ।
প্রেমিকঃ লিপস্টিক দেখে মনে হচ্ছে তোমার বয়স ১৪।
প্রেমিকাঃ ধন্যবাদ।
প্রেমিকঃ টিপ দেখে মনে হচ্ছে তোমার বয়স ১০।
প্রেমিকাঃ তোমাকে অনেক ধন্যবাদ।
প্রেমিকঃ না মানে, সব মিলিয়ে মনে হচ্ছে তোমর বয়স ৪০।


ভালোবাসার জন্ম কোথায়
প্রেমিকাঃ বলতো জান ভালোবাসার জন্ম কোথায়?
প্রেমিকঃ সম্ভবত চীনে। কারণ, চীনা জিনিসেরই কোনো গ্যারান্টি থাকে না!


না ছুঁয়ে চুমু খাব!
ছেলেঃ আমি তোমাকে স্পর্শ না করেই চুমু খাব।
মেয়েঃ এটা অসম্ভব, তুমি কিছুতেই পারবেনা।
ছেলেঃ তাহলে ১০০ টাকার বাজি হয়ে যাক।
মেয়েঃ ঠিক আছে। ছেলেটি মেয়েটিকে জড়িয়ে ধরে চুমু খেল…
মেয়েঃ রেগে গিয়ে “আমাকে জড়িয়ে ধরলে কেন..??”
ছেলেঃ আরে মাথা ঠান্ডা কর, এই নাও ১০০ টাকা। এইবার তো হলো না, চল আবার চেষ্টা করি…


আরো পড়ুন


ইচ্ছে পূরণ
প্রেমিকার বাবাঃ তুমি কি আমার মেয়ের সব ইচ্ছে পূরণ করতে পারবে?
প্রেমিকঃ জি পারব।
প্রেমিকার বাবাঃ এত শিওর হচ্ছ কি করে?
প্রেমিকঃ আপনার মেয়ে বলেছে, সে আমাকে ছাড়া কিছুই চায় না!


সবাই দুলাভাই বলে
এক কলেজ ছাত্র একই কলেজের এক সুন্দরী ছাত্রীকে বলল-
ছাত্রঃ তোমার নাম কি?
ছাত্রীঃ সবাই আমাকে আপু বলে ডাকে।
ছাত্রঃ কী অদ্ভুত ব্যাপার!
ছাত্রীঃ কেন?
ছাত্রঃ আমাকে তো সবাই দুলাভাই বলে ডাকে!


মেয়েদের প্রোপোজ করার সহজ উপায়
দুই বন্ধু বিকেলে রাস্তার পাশে বসে গল্প করছে-
১ম বন্ধু: আচ্ছা বন্ধু, মেয়েদের প্রোপোজ করার সবচেয়ে সহজ উপায় কী?
২য় বন্ধু: মেয়েটিকে সমুদ্রতীরে নিয়ে যাও।
এরপর নৌকায় করে মাঝ সমুদ্রে নিয়ে যাও। এবার বলো, ‘প্লিজ প্লিজ, আমাকে বিয়ে কর! নয়তো নৌকা থেকে নেমে যাও।


মনের ভেতর ছোটাছুটি
সজিব বলছে সোমাকে, ‘তোমার পা ব্যথা করে না?’
সোমাঃ কেন?
সজিবঃ কারণ তুমি সারা দিন আমার মনের ভেতর ছোটাছুটি করো!


প্রেমপত্র
মালাকে চিঠি লিখেছে জনি। ‘প্রিয় মালা, আমাকে যদি তুমি ভালোবেসে থাক, তাহলে চিঠিটা পড়ো। আর যদি ভালো না বাসো, তাহলে আমাকেচিঠি লিখে জানাও যে তুমি চিঠিটা পড়োনি!’


প্রেমিকার মেসেজে হার্ট অ্যাটাক
প্রেমিকার পরপর ২টি মেসেজে প্রেমিকের পরপর ২ বার হার্ট অ্যাটাক হলো!
প্রথম মেসেজঃ চলো, আমাদের রিলেশন ভেঙে দেই। তোমার প্রতি মন থেকে আগের মত আর ফিলিংস পাচ্ছি না!
দ্বিতীয় মেসেজঃ সরি! সরি! আগের মেসেজটা তোমার জন্য ছিল না!


বিয়ের আগে এক বিছানায়
বল্টু এক ঋষির কাছে গিয়ে জিজ্ঞাসা করল-
বল্টুঃ আচ্ছা ঋষি বাবা, বিয়ের আগে যদি প্রেমিক-প্রেমিকা রাতে এক বিছানায় ঘুমায় তাহলে কি পাপ হয়?
ঋষিঃ ঘুমালে তো পাপ হয় না বৎস, কিন্তু সমস্যা হলো তোরা তো ঘুমাস না!


চায়নিজ রেস্টুরেন্টে
প্রেমিকাকে নিয়ে প্রেমিক গেছে চায়নিজ রেস্টুরেন্টে
প্রেমিকঃ নয়না, তোমাকে না আজ খুব সুন্দর লাগছে।
প্রেমিকাঃ হটাৎ এই কথা ! আজও কি মানিব্যাগ বাসায় ফেলে এসেছ?
প্রেমিকঃ না, মানে, ইয়ে, ভুলে গেছি।


জুতা নিয়েই এসো
ছেলে ও মেয়ের মধ্যে কথা হচ্ছে–
ছেলেঃ ওগো, তুমি আমার হূদয়ের মাঝে চলে এসো।
মেয়েঃ জুতা খুলে আসব?
ছেলেঃ আরে বুদ্ধু, এটা তোমার মায়ের পরিষ্কার করা ঘর নয়। জুতা নিয়েই এসো।


সস্তা উপহার
প্রেমিকঃ তোমার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি।
প্রেমিকাঃ কিন্তু আমি যে সস্তা উপহার নিই না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses User Verification plugin to reduce spam. See how your comment data is processed.
Back to top button